জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের পদত্যাগের খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি এনসিপিতেই আছেন এবং সরকার গঠন পর্যন্ত দলটির সঙ্গেই থাকবেন।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমি এনসিপির সঙ্গেই আছি। অনুরোধ করছি—সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করে নেওয়া হোক।
পদত্যাগের গুজব সম্পর্কে তিনি বলেন, “এসব গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। অনেকে অনুসন্ধানী সাংবাদিকতার নামে ভুল জায়গায় মিসাইল ছুড়ে। অথচ অনুসন্ধান হওয়া উচিত প্রশাসনের দুর্নীতি, পুলিশ ও সামরিক বাহিনীর সংস্কারে ব্যর্থতা, এবং বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে।”
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “রাতারাতি গুজব ছড়িয়ে দেওয়া এখন নিত্যনৈমিত্তিক। এই ধরনের অপসাংবাদিকতা থেকে বেরিয়ে আসা দরকার।”
তিনি অভিযোগ করেন, “একটি প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী, যাদের নিজস্ব পত্রিকা ও টেলিভিশন চ্যানেল রয়েছে, তারা সংবাদমাধ্যমকে ব্যবহার করছে। এতে করে যারা সত্যিকারের সাংবাদিকতা করতে চান, তারাও বাধার মুখে পড়ছেন।”
শেষে তিনি সুস্থ ধারার রাজনীতি ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।