সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর মোছাফ্ফাহ এলাকায় বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ১০ম শাহাদাৎবার্ষিকী উপলক্ষেও দোয়া করা হয়।

মোছাফ্ফাহ সানাইয়া-৬ নম্বর এলাকার একটি রেস্টুরেন্টের হল রুমে শুক্রবার (২৮ নভেম্বর) রাতে আয়োজিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক মোরশেদ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মুছা আল মাহমুদ চৌধুরী।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর মাগফিরাত কামনা করে সবার কাছে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে আবুধাবী বানিয়াছ বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামসহ স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ইএফ/