প্রায় তিন মাস পর ঘোষণা করা হয়েছে রাজশাহী মহানগর বিএনপির নতুন আংশিক কমিটি। শনিবার (১ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৪ সদস্যের এই আংশিক কমিটি প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মামুনুর রশিদ মামুন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজুর রহমান রিটন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি হিসেবে আসলাম সরকার, ওলিউল হক রানা, অ্যাডভোকেট মো. আলী আশরাফ মাসুম, সফিকুল ইসলাম সাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন ও জয়নাল আবেদিন শিবলী।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বজলুল হুদা মন্টু, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু, আর সদস্য হিসেবে আছেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা ও মো. মাইনুল আহসান পান্না।

দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল গত ১০ আগস্ট। এরপর থেকেই নতুন নেতৃত্ব ঘোষণার অপেক্ষায় ছিলেন স্থানীয় নেতাকর্মীরা। অবশেষে তিন মাস পর আংশিক কমিটি প্রকাশের মাধ্যমে সেই প্রতীক্ষার অবসান ঘটল।

রাজশাহী মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, দলকে আরও ঐক্যবদ্ধ করতে আমরা কাজ শুরু করব। গণতান্ত্রিক আন্দোলনে রাজশাহীর বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।

সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, তৃণমূলের কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানো ও সাংগঠনিক কাঠামো শক্তিশালী করাই এখন মূল লক্ষ্য।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর জানিয়েছে, দেশের অন্যান্য মহানগর ও জেলা ইউনিটের কমিটি গঠনের প্রক্রিয়াও চলমান রয়েছে।