জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার কোনো বিকল্প নেই উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “ধানের শীষ জিতলেই দেশ রক্ষা পাবে। আমরা সজাগ না হলে এই দেশ ধ্বংস হয়ে যাবে।”
বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক অনুষ্ঠানে যুবদল ও কৃষকদলের নেতাকর্মীদের সামনে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপিই একমাত্র দল যারা স্পষ্ট পরিকল্পনা দিয়ে মানুষের সামনে এসেছে। পরিকল্পনা বাস্তবায়নে ঘরে ঘরে পৌঁছাতে হবে, জনগণকে বোঝাতে হবে। তিনি আরও বলেন, “এটি একটি যুদ্ধ—মানুষের পক্ষে, দেশের পক্ষে। প্রথম বাংলাদেশ, শেষ বাংলাদেশ—নো কম্প্রোমাইজ।”
দেশ পরিচালনায় অতীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অবদান স্মরণ করে তিনি বলেন, এখন দেশ রক্ষার দায়িত্ব দলের নেতাকর্মীদের ওপর।
অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, ফার্মার্স কার্ড, পরিবেশ রক্ষা, বেকারত্ব দূরীকরণসহ দলের অগ্রাধিকার পরিকল্পনার রূপরেখা উপস্থাপন করেন তিনি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রুহুল কবির রিজভী এবং সঞ্চালনা করেন হাবিব উন নবী খান সোহেল।