আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই প্রার্থীরা তাদের প্রচারণায় ভিন্নতা আনছেন। তেমনই একজন সংসদ সদস্য প্রার্থী হলেন চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, যিনি গাইবান্ধা-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার গণসংযোগে ভোট চাওয়ার পাশাপাশি প্রতিনিয়ত চোখের চিকিৎসাও চলছে।
সরেজমিনে দেখা গেছে, প্রার্থীর সঙ্গে থাকা নেতাকর্মীদের হাতে পোস্টার, প্রেসক্রিপশন, ওষুধপত্র ও চশমার ব্যাগ। দেখে মনে হয় তিনি যেন ভোট চাইতে নয়, চোখের চিকিৎসা দিতেই নির্বাচনী মাঠে এসেছেন। তার ব্যতিক্রমধর্মী এই আয়োজনে ভোটারদের উপস্থিতি ব্যাপক। বিনামূল্যে ব্যবস্থাপত্র, ওষুধপত্র ও চশমা পেয়ে উচ্ছ্বসিত নারী-পুরুষ ভোটারগণ।
ষাটোর্ধ্ব গৃহিণী মিনারা বেগম এবং বিধবা নারী আকলিমা বেগমসহ হাজারো ভোটার তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, টাকার অভাবে চিকিৎসা করাতে না পারা চোখের সমস্যাগুলো ডা. জিয়া দেখে দিয়েছেন এবং ছানি পড়া চোখে অপারেশনেরও ব্যবস্থা করে দিতে চেয়েছেন।
এমপি প্রার্থী অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী বলেন, "আমি একজন চক্ষু বিশেষজ্ঞ এটা অনেকেই জানেন। সে কারণে অনেকে চোখ দেখাতে আগ্রহ প্রকাশ করেন। তখন তাৎক্ষণিক ভাবে আমি তাদের চোখ দেখে চিকিৎসা ও পরামর্শ দিয়ে থাকি। চোখে ছানি রোগীর সংখ্যাটা বেশি। ইতোমধ্যে তিনটি আই ক্যাম্প করেছি।"
ইএফ/