জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে জাতীয় সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। 

তিনি বলেন, 'তখন প্রবাসীরা দুনিয়ার যেখানেই থাকুন, তারা অনুভব করবেন ''আমিও বাংলাদেশ, আমিই বাংলাদেশ"। আমরা সেই বাংলাদেশ বানাতে চাই।'

বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে থাকা জামায়াত আমির স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্কের বাফেলোতে 'বাংলাদেশ আমেরিকান কমিউনিটি, বাফেলো' আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বক্তব্যে দেশের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদান ও তাদের ত্যাগের কথা তুলে ধরেন শফিকুর রহমান। স্মরণ করেন রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানে দেশে রেমিট্যান্স না পাঠিয়ে পতিত শেখ হাসিনার সরকারের প্রতি প্রতিবাদ ও অনাস্থা প্রকাশের ঘটনাকে।

শফিকুর রহমান বলেন, 'আপনাদের এ (রেমিট্যান্স না পাঠানোর) সিদ্ধান্ত জালিমের পায়ের তলার মাটি সরিয়ে ফেলেছিল। কুর্শি তরতর করে কেঁপে উঠেছিল।'

'যদি আল্লাহ তায়ালা আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দেন সেবক হিসেবে, এই দাবি (সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব) বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ। প্রবাসে বাংলাদেশের কতজন মানুষ বসবাস করে, কতজন নরনারী, শিশু, আবালবৃদ্ধবনিতা—টোটাল পপুলেশনের সঙ্গে আমরা মিলিয়ে দেখব কত পার্সেন্ট। যত পার্সেন্ট মানুষ বিদেশের মাটিতে বসবাস করে আমরা সংসদে তত পার্সেন্ট প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করব।' 

জামায়াত আমির আরও বলেন, 'আমরা সারাবিশ্বকে একটা কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে চাই। ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত এক জায়গায় এনে হাতগুলোকে আমরা মজবুত করতে চাই।' 

বক্তব্যে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে শিক্ষা, অর্থনীতি, কর্মসংস্থান, বিচারব্যবস্থা, আন্তর্জাতিক সম্পর্কসহ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের কর্মপরিকল্পনা ও অগ্রাধিকারের কথা তুলে ধরেন শফিকুর রহমান।

'অহিংস মানবিক জাতি' গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে জামায়াত আমির বলেন, 'সভ্যতার মিছিলে মেয়েরা নেতৃত্ব দেবে। সম্মান ও নিরাপত্তা দুটোই নিশ্চিত করা হবে মেয়েদের।' 

দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশী হতে নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের তাগিদও দেন তিনি। বলেন, 'ভোটের অধিকার প্রয়োগ করতে ভুলবেন না। যার যাকে পছন্দ, যে দলকে পছন্দ, যে ব্যক্তিকে পছন্দ তাকে ভোট দেবেন। আমরা চাই যে ভোটটা দেওয়া হোক।'

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি করতে নির্বাচন কমিশন (ইসি) প্রথমবারের মতো বিদেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করেছে। এর ফলে প্রবাসীরা নিজ নিজ অবস্থান থেকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

প্রবাসী বাংলাদেশিদের নিয়ে জামায়াত আমির বলেন, 'তারা (প্রবাসীরা) দেশে আসে বুক ভরা আশা নিয়ে। বিমানবন্দরে পাড়া দিয়ে বলে—এ কোন জালিমের জনপদ? কোথায় আসলাম? এমনকি ক্ষেত্রবিশেষে নিজের আপনজন পর্যন্ত প্রবাসী ভাইবোনদের ওপর জুলুম করতে পিছপা হন না।' 

'তারা কেবল জোগান দিয়েই যাচ্ছেন। তাদের যেন কোনো কিছু পাওয়ার নাই। আমরা তাদেরকে বলি রেমিট্যান্স যোদ্ধা। কিন্তু বীরের মর্যাদা না দিয়ে কেবল বায়বীয় শব্দ দিয়ে প্রবাসীদের শান্ত রাখা হয়।'

সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে জামায়াত আমিরের সফরসঙ্গী ও ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান বলেন, 'প্রবাসীরা বরাবরই দেশে বৈষম্যের শিকার হয়ে আসছেন। সবাই তাদের ব্যবহার করলেও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। জামায়াত সরকার গঠন করলে প্রবাসীদের অধিকার রক্ষাকে প্রধান দায়িত্ব হিসেবে বিবেচনা করবে।'

খালিদুজ্জামান প্রবাসী বাঙালিদের ভোটার হওয়ার জন্য বিদেশের মাটিতে বাংলাদেশ মিশন ও দূতাবাসগুলোতে যোগাযোগের তাগিদ দেন।

অধ্যাপক নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামী যুক্তরাষ্ট্রের মুখপাত্র অধ্যাপক নাকীবুর রহমান, অধ্যাপক ইকবাল হোসাইন প্রমুখ।

প্রথমবারের মতো আমেরিকা সফরে যাওয়া জামায়াতে ইসলামীর আমির স্থানীয় সময় গত ২২ অক্টোবর নিউইয়র্ক পৌঁছে ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় বিভিন্ন পত্রপত্রিকার সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন। সফরকালে মিশিগানেও একটি সংবর্ধনা সভায় অংশ নেওয়ার কথা আছে তার। এছাড়া সফরকালে তিনি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।