ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন না করার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার সকালে কেন্দ্রীয় কার্যালয়ে নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের বৈঠকে এ অবস্থান জানানো হয়।

বৈঠকে সদস্যরা বলেন, “ক্যামেরা স্থাপন না করলে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে, যা জনগণের আস্থা নষ্ট করবে।”

একইসঙ্গে, জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট আয়োজনের বিষয়ে সরকারের গড়িমসিকেও ‘উদ্বেগজনক’ বলে অভিহিত করা হয়। পরিষদের মতে, কেউ কেউ গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের প্রস্তাব দিচ্ছেন, যা “অবাস্তব ও প্রতারণামূলক”।

বৈঠকে গত ১৭ অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা জানানো হয় এবং দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের দাবি করা হয়।

জামায়াত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ জানিয়েছে, “অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন অপরিহার্য।” দলটি সরকার ও নির্বাচন কমিশনের প্রতি এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।