রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশের সামগ্রিক উন্নয়ন ও কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে—এ মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, “আমরা কেউ কারও শত্রু নই। ভিন্ন মত থাকা স্বাভাবিক, কিন্তু দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।”

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাসংক্রান্ত সর্বশেষ অবস্থা জানতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মুফতি ফয়জুল করিম জানান, খালেদা জিয়ার অসুস্থতার খবর নিয়মিতই তারা পাচ্ছেন এবং বিভিন্ন মাহফিলে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করা হচ্ছে। তিনি বলেন, “দেশনেত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। আমরা বহু স্থানে তার জন্য দোয়া করেছি। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থতা দান করেন।”

হাসপাতালে প্রবেশের অনুমতি না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ভেতরে যেতে পারিনি। দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, তারা চিকিৎসার সবকিছু দেখছেন। তাকে সরাসরি দেখার চেয়ে তার জন্য দোয়া করাটাই এখন বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি।”

ইসলামী আন্দোলনের এ শীর্ষ নেতা আরও বলেন, সমাজ ও রাজনীতিতে বিভেদ থাকলেও মানবিক বিষয়গুলোতে ঐক্য জরুরি। “সব মত, সব আদর্শ, সব ধর্মের মানুষের যৌথ প্রচেষ্টাই দেশকে সামনে নিতে পারে। উন্নয়নের ক্ষেত্রে আমাদের একসঙ্গে দাঁড়াতে হবে।”

খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, “হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তার অবস্থা আগের মতোই স্থিতিশীল। বড় কোনো পরিবর্তন হয়নি। আল্লাহ চাইলে নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন।”

দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা সবাই মিলে তার জন্য দোয়া করি—আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং আবারও দেশসেবার সুযোগ দেন।”