জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) নতুন গেজেটে তাদের দলকে ‘শাপলা কলি’ প্রতীক দিয়েছে— তবে এর পেছনের যুক্তি অস্পষ্ট। তিনি বলেন, শাপলা প্রতীকের প্রশ্নে আমরা আপসহীন। কমিশনকে শাপলা সম্পৃক্ত করে নতুন গেজেট দিতে হবে। অন্যথায় শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তা আদায় করব।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে ‘জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে?’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

সেমিনারে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন, ডা. তাসনিম জারা, ডা. খালেদ সাইফুল্লাহ প্রমুখ।

পাটওয়ারী বলেন, ঐকমত্য কমিশনে বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ আসলে ‘নোট অব চিটিং’। জামায়াত মুখে সংস্কারের কথা বললেও তারা আসন নিয়ে দরকষাকষি করছে— এটা ভণ্ডামি।

তিনি আরও দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথম অনৈক্যের জন্ম দিয়েছে বিএনপি। নতুন বাংলাদেশে এমন ভাইয়াগিরি আর চলবে না।

সেমিনারে সামন্তা শারমিন বলেন, কোনো যুক্তি ছাড়াই আমাদেরকে ‘শাপলা কলি’ প্রতীক দিয়েছে ইসি। তারা আমাদের ছোট দল ভেবে হেয় করেছে এটি বৈষম্যমূলক।

ডা. তাসনিম জারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের স্পষ্ট রূপরেখা না থাকলে আমরা তা সই করব না।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন জমিদারি আচরণ করছে। শাপলাই হবে এনসিপির প্রতীক, আর জুলাই সনদের বাস্তবায়ন আদেশ দ্রুত জারি করতে হবে।

সেমিনারটি সঞ্চালনা করেন জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।