ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শাপলাকলি প্রতীকের জন্য মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারের তৃতীয় তলায় আনুষ্ঠানিকভাবে এ প্রক্রিয়া শুরু হয়।

সকাল সাড়ে ৯টা থেকে দেশের ১০টি সাংগঠনিক বিভাগের ভিত্তিতে পৃথকভাবে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। এনসিপির মিডিয়া সেলের সদস্য ও দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন জানান, দুদিনব্যাপী এই মতবিনিময় ও মূল্যায়ন পর্বে এখন পর্যন্ত প্রায় ১,৫০০ মনোনয়নপ্রত্যাশীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেন, বিভিন্ন অঞ্চলের প্রার্থীদের যোগ্যতা, নেতৃত্বদক্ষতা, রাজনৈতিক দর্শন, সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সক্ষমতা এবং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ এসব মানদণ্ড বিবেচনায় নিয়ে প্রার্থীদের মূল্যায়ন করা হচ্ছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়, সাক্ষাৎকার প্রক্রিয়ার মাধ্যমে মনোনয়ন বাছাইয়ের প্রাথমিক ধাপ সম্পন্ন হবে। এরপর গ্রেডিং ও অন্যান্য মূল্যায়ন মানদণ্ডের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করবে এনসিপি। দলটি আশা করছে, স্বচ্ছতা ও নীতিনিষ্ঠা বজায় রেখে এমন নেতৃত্ব নির্বাচন করা সম্ভব হবে যারা জনগণের স্বার্থ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখতে পারবেন।

সকালে সাক্ষাৎকার শুরুর আগেই সারাদেশ থেকে মনোনয়নপ্রত্যাশীরা কনভেনশন সেন্টারে ভিড় করতে থাকেন। কেউ দলীয় সংগঠনের হয়ে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন, কেউ আবার স্থানীয় জনগণের সঙ্গে নিজের সম্পর্ক ও সেবামূলক কর্মকাণ্ডের কথা জানিয়ে মনোনয়ন পেতে আগ্রহ প্রকাশ করেন।

এনসিপির একাধিক নেতা জানান, আগ্রহী প্রার্থীর সংখ্যা প্রত্যাশার চেয়েও বেশি হওয়ায় দলটি সাংগঠনিকভাবে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত ব্যবস্থাপনা গ্রহণ করেছে, যাতে সাক্ষাৎকার প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। দলীয় সূত্র বলছে, এই সাক্ষাৎকারের পরিবেশ অন্য অনেক বড় দলের তুলনায় উন্মুক্ত ও স্বচ্ছ রাখার চেষ্টা করা হচ্ছে।

জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে শাপলাকলি প্রতীকের মনোনয়ন নিয়ে এনসিপির ভেতরে প্রাণচাঞ্চল্য আরও বেড়ে উঠেছে।