ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টানা সাংগঠনিক ও নির্বাচনি কর্মসূচি হাতে নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী ২৬ ও ২৭ জানুয়ারি তিনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আটটি জেলা সফরে যাবেন। এই সফরে একাধিক নির্বাচনী জনসভা ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্র জানায়, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট—এই আট জেলায় ধারাবাহিকভাবে সফর করবেন জামায়াত আমির। সফরকালে তিনি ১১ দলীয় নির্বাচনী ঐক্যের ব্যানারে আয়োজিত জনসভাগুলোতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। একই সঙ্গে সংশ্লিষ্ট আসনগুলোর প্রার্থীদের পক্ষে ভোটারদের কাছে ভোট চাওয়ার কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।
এর আগে রোববার উত্তরাঞ্চলে দুদিনের সফর শেষ করে নিজ নির্বাচনী এলাকা ছাড়াও অন্তত চারটি স্থানে দিনব্যাপী গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন ডা. শফিকুর রহমান। ওই সফরে তিনি নির্বাচনী পরিবেশ, ভোটের গুরুত্ব এবং রাজনৈতিক সংস্কার নিয়ে বক্তব্য দেন বলে দলীয় নেতারা জানিয়েছেন।
আসন্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চল সফরে ডা. শফিকুর রহমানের সঙ্গে থাকবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। পাশাপাশি সফরসঙ্গী হিসেবে থাকছেন যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন এবং খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।
জামায়াতের দায়িত্বশীলরা বলছেন, এই সফরের মূল লক্ষ্য হচ্ছে নির্বাচনী মাঠে দলীয় অবস্থান শক্তিশালী করা, স্থানীয় নেতাকর্মীদের উজ্জীবিত করা এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ধারাবাহিক জনসভা ও সমাবেশের মাধ্যমে নির্বাচনমুখী জনমত গড়ে তুলতে চায় দলটি।
দলীয়ভাবে আশা করা হচ্ছে, জামায়াত আমিরের এই সফর নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করবে এবং জোটগত রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।