বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ধমক দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার দায়ে ফরিদপুর জেলা ছাত্রদলের এক নেতাকে পদ হারাতে হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এই কাজকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ হিসেবে উল্লেখ করে রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায়।

বহিষ্কৃত ওই নেতার নাম খাইরুল ইসলাম ওরফে রোমান (৩২)। তিনি ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদে ছিলেন। কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খাইরুল ইসলাম রোমানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

বহিষ্কারের বিষয়ে খাইরুল ইসলাম রোমান বলেন, "আমাদের দলের মহাসচিব এক ব্যক্তিকে ধমক দিয়েছেন। আমি রোববার দুপুরে ওই ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছিলাম। এটাই আমার অপরাধ।" তিনি তার অবস্থান ব্যাখ্যা করে বলেন, রাজনীতিতে সহনশীলতা ও পরমস সহিষ্ণুতার কোনো বিকল্প নেই। তিনি মনে করেন, কর্মী বা সমর্থকরাই দলকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাই তাদের প্রতি সহনশীল থাকা জরুরি। তবে তিনি ইতোমধ্যে ভুল বুঝতে পেরে পোস্টটি ডিলিট করে ক্ষমাও চেয়েছিলেন, তবুও তাকে বহিষ্কার করা হলো।

ভাইরাল হওয়া ১১ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, একটি জনাকীর্ণ ভবনের ভেতরে মির্জা ফখরুল একজন কর্মীকে এগিয়ে আসতে দেখে তাকে ধমক দিচ্ছেন। অন্যদিকে, এই খাইরুল ইসলাম রোমান ২০১৮ সালে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সম্প্রতি তিনি বৃহত্তর ফরিদপুরের খাদ্য অধিদফতরের উপপরিদর্শক পদে পরীক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে আলোচনায় এসেছিলেন।

ইএফ/