শনিবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সদস্য সচিব আখতার হোসেন

তিনি বলেন, জুলাই সনদের বাস্তবায়ন এবং আরপিওর সংশোধিত প্রস্তাব এখন রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ার মূল অংশ। কিন্তু সরকার যদি এই প্রস্তাবগুলো থেকে সরে যায়, তবে সেটি লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের ধারাবাহিকতায় বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তরের ইঙ্গিত বহন করবে।

আখতার হোসেন বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করা হবে, কিন্তু সেটির কনটেন্ট কী হবে, কার্যকর দিকগুলো কীভাবে নির্ধারিত হবে তা এখনো পরিষ্কার নয়। শুধুমাত্র গণভোটের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন নিশ্চিত করা সম্ভব নয়, বরং সরকারের পক্ষ থেকে স্পষ্ট ও আনুষ্ঠানিক আশ্বাস প্রয়োজন।”

আরপিও সংশোধনীর বিষয়ে তিনি বলেন, এনসিপি সংশোধনীকে ইতিবাচকভাবে দেখলেও বিএনপি এ বিষয়ে নেতিবাচক অবস্থান নিয়েছে,“আমরা দেখেছি, আরপিওতে সংশোধনী আনার পর বিএনপি তাদের আগের অবস্থান থেকে সরে এসে এখন সেটি বাতিলের জন্য আইন মন্ত্রণালয়ে আবেদন দেওয়ার কথা বলছে। অথচ আইন উপদেষ্টা এই প্রক্রিয়ার অংশ নন। এটা রাজনৈতিকভাবে বিভ্রান্তিকর পদক্ষেপ।”

তিনি আরও অভিযোগ করেন, “সরকারের কিছু উপদেষ্টা নির্দিষ্ট দলের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে সিদ্ধান্তে প্রভাব ফেলছেন বলে মনে হয়। এটি কোনোভাবেই সঠিক প্রশাসনিক প্রক্রিয়া নয়।”
আখতার হোসেন স্পষ্টভাবে বলেন, “যদি সরকার কোনো দলের চাপে পড়ে আরপিওর সংশোধিত প্রস্তাব থেকে সরে আসে, তাহলে তা লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তরের পথ খুলে দেবে। এটি জাতির জন্য কোনোভাবেই স্বাস্থ্যকর রাজনৈতিক প্রক্রিয়া নয়।”

ইএফ/