দেশকে এগিয়ে নেওয়ার জন্য সুস্পষ্ট ও বিস্তারিত পরিকল্পনা একমাত্র বিএনপির হাতেই আছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “কথার ফুলঝুড়ি দিয়ে রাষ্ট্র চলে না; জনগণের খাদ্য, কর্মসংস্থান ও অর্থের সংস্থান হয় পরিকল্পনার মাধ্যমে।”

মঙ্গলবার বিকেলে ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে এসব কথা বলেন তিনি।

“জনগণ জানতে চায়—বিএনপি দেশ কীভাবে চালাবে”

তারেক রহমান বলেন,
“জনগণ চাইছে আমরা কীভাবে দেশ পরিচালনা করব, কীভাবে তাদের সমস্যার সমাধান করব। আমাদের পুরো পরিকল্পনাটাই তাদের সামনে তুলে ধরতে হবে।”

বিএনপির পরিকল্পনাগুলোর মধ্যে ছিল—

  • দুর্নীতি দমন
  • আইনশৃঙ্খলা রক্ষা
  • নারী শিক্ষা বিস্তার
  • ক্রীড়া উন্নয়ন
  • শিক্ষা ও স্বাস্থ্য খাত সংস্কার
  • বেকারত্ব দূর
  • তরুণদের প্রশিক্ষণ
  • শিল্পখাতের প্রসার
  • ফ্যামিলি কার্ড, ফার্মাস কার্ড, স্বাস্থ্য কার্ড চালু

এই পরিকল্পনা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি।

‘বিএনপি বারবার দেশকে দুর্নীতির গ্রাস থেকে মুক্ত করেছে’

তারেক রহমান বলেন, বিএনপির শাসনামলে দুর্নীতি সূচক কমতে থাকে।
তিনি দাবি করেন—

  • জিয়াউর রহমানের সময় দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে কাজ হয়
  • খালেদা জিয়ার আমলে (২০০১–২০০৬) দেশকে দুর্নীতির ‘তকমা’ থেকে বের করে আনা হয়
  • খালেদা জিয়াই দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠন করেন

তিনি অভিযোগ করেন, সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগ সেই আইনে পরিবর্তন এনে দুদকের ক্ষমতা সীমিত করে দেয়। বিএনপি আবার ক্ষমতায় এলে সেই বিধান পরিবর্তন করা হবে বলেও জানান তিনি।

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির ভূমিকার দাবি

তারেক রহমান বলেন,

  • তালপট্টি দ্বীপ নিয়ে ভারতকে প্রতিরোধ করেছিল জিয়াউর রহমান
  • পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক অঙ্গনে গেছে একমাত্র বিএনপি
  • ১৯৭৫ সালে জিয়া শাসনভার গ্রহণ না করলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ত

নারীর ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার ঘোষণা

দেশের নারী সমাজকে স্বাবলম্বী করার কথা তুলে ধরে তিনি বলেন,
“নারীরা দেশের অর্ধেক জনসংখ্যা। কেন তাদের ঘরে বন্দি রাখা হবে? ক্ষমতায় এলে প্রায় চার কোটি পরিবারের নারী প্রধানদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ‘কঠোর’ হওয়ার ঘোষণা

তারেক রহমান বলেন,
“যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে হবে। অন্যায়কারী যে দলেরই হোক, তাকে আইনের মুখোমুখি করা হবে।”

কর্মীদের প্রতি নির্দেশ: ‘দল বড়—ব্যক্তি নয়’

তিনি বলেন,
“যেহেতু এটি দলীয় কর্মসূচি, সবার আগে দলকে গুরুত্ব দিতে হবে। মানুষের ঘরে ঘরে গিয়ে লিফলেট ছড়িয়ে পরিকল্পনার কথা জানাতে হবে। জনগণকে যুক্ত করেই দেশ গড়ার কর্মসূচি সফল করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। এতে অংশ নেন জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা।