বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, যেসব রাজনৈতিক শক্তি ধর্ম ও মুক্তিযুদ্ধকে নিজেদের স্বার্থে ব্যবহার করে, তাদের শাসনে দেশ ও জনগণ কখনোই নিরাপদ থাকতে পারে না। রাজনৈতিক সুবিধার জন্য পবিত্র মূল্যবোধকে কাজে লাগানো দেশকে বিপদের মুখে ঠেলে দেয় বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (২২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আব্দুস সালাম। তিনি দাবি করেন, বিএনপির শাসনকালই ছিল দেশের জন্য সবচেয়ে শান্তিপূর্ণ ও নিরাপদ সময়।

আব্দুস সালাম বলেন, “ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করলে অন্য ধর্মের মানুষও নিরাপত্তাহীনতায় ভোগে। বিএনপির সময়ে সকল সম্প্রদায়ের মানুষ নিরাপদ ছিল, ভবিষ্যতেও আমরা সে পরিবেশ বজায় রাখব।”

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত হলেও প্রতিপক্ষ পক্ষ পরিষ্কার পরাজয়ের ভয়ে নির্বাচন এড়িয়ে যাচ্ছে। তার মতে, জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন না হলে বৈদেশিক বিনিয়োগ স্থবির হয়ে পড়ে। দেশকে সঠিক পথে রাখতে অবাধ নির্বাচনের বিকল্প নেই।

সভায় ‘সাইবার যুদ্ধ’ বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। আধুনিক রাজনীতিতে তথ্যযুদ্ধকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে তিনি বলেন, মিথ্যা প্রচারণা, ভুয়া তথ্য ছড়ানো এবং সংগঠিত অপপ্রচার ইতোমধ্যে রাজনৈতিক বাস্তবতা বদলে দিতে শুরু করেছে। সাইবার স্পেসে শক্ত অবস্থান না নিলে রাজপথেও অগ্রগতি কঠিন হয়ে যাবে।

সভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এটিএম আব্দুল বারী ড্যানি, অধ্যাপক জামাল উদ্দিন রনু, কলামিস্ট জোবায়ের বাবুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। আলোচনায় তারা সাইবার নিরাপত্তা, রাজনৈতিক যোগাযোগ ও সঠিক তথ্য প্রচারের ওপর আরও জোর দেওয়ার আহ্বান জানান।