চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশে মাথা থেকে পা পর্যন্ত পাকা ধান লাগানো দুই কর্মী সমাবেশস্থলকে সরাসরি মনোযোগের কেন্দ্রে পরিণত করেছেন। দূর থেকে দেখলে মনে হয়, বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ যেন জীবন্ত হয়ে রাজপথে নেমে এসেছে।

রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামের জনসমাবেশে আলাদাভাবে চেনা যাচ্ছিল এই দুই কর্মীকে। তারা হলেন– মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নেপাল চন্দ্র দাশ ও সাইদুল ইসলাম। তাদের সাজের ব্যতিক্রমিতা দেখে অনেক নেতাকর্মী ছবি ও সেলফি তুলতে ভিড় করেছেন। এ সময় তারা অনবরত ‘লাগ রে লাগা, ধান লাগা’ স্লোগান দেন।

মীরসরাই উপজেলা কৃষক দলের সহসভাপতি তৌহিদ্দোজা সাংবাদিকদের জানান, ধানের শীষের প্রতি ভালোবাসা থেকেই এই সাজ। তিনি বলেন, “বিএনপির বড় কর্মসূচিতে এই দুজনকে এমন ভিন্ন আঙ্গিকে অংশ নিতে আমরা প্রায়ই দেখি।”

দীর্ঘ দুই দশক পর দলের চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে আগমন করায় বন্দরনগরীতে উৎসবের আমেজ বিরাজ করছে। সকাল থেকেই পলোগ্রাউন্ড মাঠে নেতাকর্মীরা পায়ে হেঁটে বা মিছিলে যোগ দিতে শুরু করেছেন। জনসমাবেশস্থল ও আশেপাশের এলাকা ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে।

সাতকানিয়া থেকে আগত দলীয় কর্মী আমির হোসেন বলেন, “তারেক রহমানকে চট্টগ্রামে সামনে থেকে দেখার জন্য বহু বছর অপেক্ষা করেছি। আজ সেই অপেক্ষা শেষ।”

দলীয় সূত্রে জানা যায়, গতকাল (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তিনি রেডিসন ব্লু হোটেলে যান এবং রাত যাপন করেন। আজ সকাল ৯.৩০টায় তরুণদের সঙ্গে পলিসি ডায়ালগে অংশ নেবেন এবং পরে ১১.৩০টায় পলোগ্রাউন্ডে জনসমাবেশে যোগ দেবেন। পরবর্তী সময়ে তার ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জ সফর থাকছে।

নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ রাখা হয়েছে। দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, এবং এলাকা তিন স্তরের নিরাপত্তা বলয়ে (রেড, ইয়েলো ও গ্রিন জোন) ভাগ করা হয়েছে।

উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় চট্টগ্রামে আগমন করেছিলেন এবং লালদীঘি ময়দানে জনসভায় ভাষণ দিয়েছিলেন। আজকের সমাবেশে ধানের শীষে সাজানো দুই কর্মীর উপস্থিতি সেই স্মৃতিকে আরও বিশেষ করে তুলেছে।