আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। এতে দলের শীর্ষ পর্যায়ের নেতারা—স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টামণ্ডলীর সদস্যরাও মনোনয়ন পেয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তালিকাটি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দুপুরে স্থায়ী কমিটির দীর্ঘ বৈঠকে তালিকা চূড়ান্ত করা হয়। সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে যারা মনোনয়ন পেয়েছেনখন্দকার মোশাররফ হোসেন – কুমিল্লা-১
মির্জা আব্বাস – ঢাকা-৮
গয়েশ্বর চন্দ্র রায় – ঢাকা-৩
আবদুল মঈন খান – নরসিংদী-২
আমীর খসরু মাহমুদ চৌধুরী – চট্টগ্রাম-১০
সালাহ উদ্দিন আহমদ – কক্সবাজার-১
ইকবাল হাসান মাহমুদ টুকু – সিরাজগঞ্জ-২
হাফিজ উদ্দিন আহমেদ – ভোলা-৩
এজেডএম জাহিদ হোসেন – দিনাজপুর-৬
ভাইস চেয়ারম্যানদের মধ্যে মনোনয়নপ্রাপ্তরা আলতাফ হোসেন চৌধুরী – পটুয়াখালী-১
বরকত উল্লাহ বুলু – নোয়াখালী-৩
মোহাম্মদ শাহজাহান – নোয়াখালী-৪
আবদুল আউয়াল মিন্টু – ফেনী-৩
নিতাই রায় চৌধুরী – মাগুরা-২
কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ – কুমিল্লা-৩
আহমেদ আজম খান – টাঙ্গাইল-৮

উপদেষ্টামণ্ডলীর মধ্যে রয়েছেন আমান উল্লাহ আমান (ঢাকা-২), মাহবুব উদ্দিন খোকন (নোয়াখালী-১), জহির উদ্দিন স্বপন (বরিশাল-১), মজিবুর রহমান সারোয়ার (বরিশাল-৫), লুৎফুজ্জামান বাবর (নেত্রকোণা-৪), এবং নাসের রহমান (মৌলভীবাজার-৩)।

যুগ্ম মহাসচিবদের মধ্যে মনোনয়ন পেয়েছেন খায়রুল কবির খোকন (নরসিংদী-১), শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী (লক্ষ্মীপুর-২), এবং সৈয়দ এমরান সালেহ প্রিন্স (ময়মনসিংহ-১)।

বিএনপি মহাসচিব বলেন,২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। প্রয়োজনে এই তালিকা পরিবর্তন করা হতে পারে। আমাদের সহযোগী দলগুলোর সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে।