জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা বিভিন্ন জেলা শহরে ৭ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জাগপা নেতা রাশেদ প্রধান বলেন, “জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট আয়োজন জরুরি। এছাড়া সকল গণহত্যা ও দুর্নীতির বিচার কার্যকর করতে হবে। ভারতসহ গোপন চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং বাতিল করা প্রয়োজন। জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রমও তদারকি করা হবে।”

দেশের বিভিন্ন অঞ্চলে মানববন্ধনে প্রেসিডিয়াম সদস্যরা উপস্থিত ছিলেন। মাদারীপুরে আসাদুর রহমান খান, চট্টগ্রামে এ এম এম আনাছ, নরসিংদীতে সৈয়দ মো: শফিকুল ইসলাম, ঢাকায় ভিপি মু: মুজিবুর রহমান, বগুড়ায় মো: শামীম আখতার পাইলট সহ বিভিন্ন জেলা ও বিভাগীয় নেতৃবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেন।