ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অকুতোভয় যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীরা হামলার মাত্র ছয় ঘণ্টার মধ্যে কীভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারল, তা নিয়ে তীব্র ক্ষোভ ও প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, "গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে খুনিদের কোনো সহযোগিতাকারী লুকিয়ে আছে কি না, তা অবশ্যই তদন্ত করে দেখা উচিত।"
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষ্যে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকার ও গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন মিয়া গোলাম পরওয়ার বলেন, "দেশবাসীর প্রশ্ন—কেন সরকার হাদির খুনিদের গ্রেপ্তার করতে পারল না? হামলার পর ছয় ঘণ্টা সময় পাওয়ার পরও তারা পালিয়ে গেল কীভাবে? আমাদের গোয়েন্দা সংস্থার লোকেরা তখন কী করছিল? কোনো বিশেষ মহলের মদদ ছাড়া খুনিদের এভাবে সীমান্ত পার হওয়া অসম্ভব।"
প্রধান উপদেষ্টার ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, "প্রধান উপদেষ্টা ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে অত্যন্ত হৃদয়গ্রাহী বক্তব্য দিয়েছেন। কিন্তু খুনিদের গ্রেপ্তার ও বিচারের ব্যাপারে তিনি কেন নীরব? আমরা আশা করি, তিনি এ ব্যাপারে জাতির সামনে দ্রুত স্পষ্ট বক্তব্য দিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করবেন।"
শহীদ হাদি এক বিরল প্রেরণা সেক্রেটারি জেনারেল বলেন, "শরীফ ওসমান বিন হাদি শির উঁচু করে শহীদ হয়েছেন। তার সৎ জীবন ও স্পষ্টবাদী বক্তব্য দেশবাসীকে মুগ্ধ করেছে। গতকাল তার জানাজায় লাখ লাখ মানুষের অংশগ্রহণই প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয় ও সার্থক ছিলেন। তিনি বারবার শাহাদাতের তামান্না করতেন, আল্লাহ তার সেই আকাঙ্ক্ষা পূর্ণ করেছেন।"
ঐক্যবদ্ধ সমাজ গড়ার আহ্বান অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেন, "ওসমান হাদি একটি আধিপত্যবাদমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চেয়েছিলেন। আমরা যদি ঐক্যবদ্ধভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারি, তবেই তার রক্তদান সার্থক হবে।"
সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের সঞ্চালনায় মাহফিলে আরও বক্তব্য রাখেন:
- কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন
- ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল
- ঢাকা মহানগর উত্তরের আমির মো. সেলিম উদ্দিন
- চাকসুর সাবেক ভিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার
- শহীদ ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদি।
আলোচনা শেষে শহীদ শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফেরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মিয়া গোলাম পরওয়ার। দোয়া মাহফিলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।