বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আকস্মিক ও দুঃখজনক।”
রবিবার বিকেল ৪টার দিকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংঘর্ষের সময় “আমার দেশ” পত্রিকার সাংবাদিক জাহিদ হাসানসহ কয়েকজন সংবাদকর্মী হেনস্তার শিকার হন।
ঘটনার পর এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, “গণমাধ্যম কর্মীরাই রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দেন। তাই তাদের সঙ্গে এমন আচরণ কাম্য নয়।”
তিনি উপস্থিত সব সাংবাদিকদের প্রতি দুঃখ প্রকাশ করে বলেন, “এই ঘটনাটি সম্পূর্ণ ভুল বোঝাবুঝির ফল। বিএনপি সবসময় গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী।”