বৃহস্পতিবার (৯ অক্টোবর) টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া বাজারে ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি প্রচার অভিযানে অংশ নিয়ে টুকু বলেন,“দেশকে বাঁচাতে চাইলে বিএনপির সরকার দরকার। জনগণ এখন অধিকার ফিরে পেতে ভোট দিতে মুখিয়ে আছে।”
তিনি দাবি করেন, একটি চক্র নির্বাচনের প্রক্রিয়াকে ভিন্ন খাতে নেয়ার ষড়যন্ত্র করছে। বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
টুকু আরও বলেন,তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা সংস্কার কর্মসূচি শুধু দলের নয়, দেশের ভবিষ্যতের রূপরেখা। তিনি দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন।”
তিনি জনগণকে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বলেন, “সুষ্ঠু নির্বাচনই হবে দেশের সংকট সমাধানের একমাত্র পথ।”