দুই দিন চিকিৎসা শেষে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে রাত ১১টার দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন জানান, “খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো। চিকিৎসকদের পরামর্শেই তিনি বাসায় ফিরেছেন।”

গত বুধবার রাতে চিকিৎসকদের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হন। সেখানে তার বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। এর আগেও ২৮ আগস্ট তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য একই হাসপাতালে গিয়েছিলেন।

দীর্ঘদিন ধরে জটিল লিভার, কিডনি ও হৃদরোগসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন খালেদা জিয়া। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আছেন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চালিয়ে যাচ্ছেন।
দলীয় সূত্র জানিয়েছে, চিকিৎসক দলের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় চিকিৎসা তিনি বাসায় নিয়েই অব্যাহত রাখবেন।