জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। একই সঙ্গে তিনি আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তাসনিম জারা নিজেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তার সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক পোস্টে তাসনিম জারা লেখেন, তিনি খিলগাঁওয়েই জন্ম ও বেড়ে ওঠা একজন সাধারণ মানুষ এবং এলাকার মানুষের সেবা করাই তার লক্ষ্য। একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে যাওয়ার স্বপ্ন থাকলেও বর্তমান বাস্তবতায় তিনি কোনো দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার অঙ্গীকার থেকেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে নির্বাচন করবেন বলে জানান।

তিনি আরও উল্লেখ করেন, দলীয় প্রার্থী না হওয়ায় স্থানীয় অফিস, সংগঠিত কর্মীবাহিনী কিংবা প্রশাসনের সঙ্গে যোগাযোগের সুবিধা তিনি পাবেন না। এ অবস্থায় ভোটারদের ভালোবাসা, সমর্থন ও সহযোগনাকেই তিনি তার একমাত্র শক্তি হিসেবে দেখছেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে জানিয়ে তাসনিম জারা বলেন, আগামীকাল থেকেই এই কার্যক্রম শুরু হবে। স্বল্প সময়ে এত সংখ্যক স্বাক্ষর সংগ্রহ কঠিন হওয়ায় তিনি এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সহায়তা কামনা করেন।

এ ছাড়া, পূর্বে নির্বাচনী তহবিলে যারা অনুদান দিয়েছেন, তাদের মধ্যে যারা অর্থ ফেরত নিতে চান, তাদের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়ার কথাও তিনি তার পোস্টে উল্লেখ করেছেন। যাচাই শেষে অনুদানের অর্থ ফেরত দেওয়া হবে বলে জানান তিনি।