জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবরটি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে দলটি। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের সঙ্গেই রয়েছেন। তিনি নিয়মিতভাবে পার্টির নিবন্ধন সংক্রান্ত কার্যক্রম ও বিভিন্ন সাংগঠনিক উইংয়ের দায়িত্ব পালন করছেন। তার পদত্যাগ বা অব্যাহতির খবর সম্পূর্ণ অসত্য।”

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদও সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে গুজবটির নিন্দা জানান। তিনি লিখেন, “মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের যে সংবাদ প্রচার করা হচ্ছে, তা বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। এমন ভুয়া প্রচারণার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

এর আগে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে, নাসীরুদ্দীন পাটওয়ারী নাকি দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মও খবরটি যাচাই না করেই প্রচার করে।

তবে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, “এ খবর সম্পূর্ণ মিথ্যা ও অপপ্রচারমূলক। নাসীরুদ্দীন পাটওয়ারী এখনও দলের মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।”

ইএফ/