কলকাতার জনপ্রিয় দৈনিক এই সময়–এ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে প্রকাশিত সাক্ষাৎকারকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেছেন তিনি। নিউইয়র্ক থেকে এক প্রতিক্রিয়ায় ফখরুল জানান, “ওই সাক্ষাৎকার সম্পূর্ণ মনগড়া। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে মিথ্যা সংবাদ ছড়ানো হয়েছে।”

ওই সাক্ষাৎকারে বলা হয়, বিএনপি জামায়াতকে ৩০টি আসন দিতে রাজি হয়নি। কিন্তু ফখরুল তা প্রত্যাখ্যান করে বলেন, “কোনো রাজনৈতিক নেতা এমন অবান্তর কথা বলতেই পারে না।”

এদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও বিবৃতি দিয়ে বলেছেন, “এমন কথা ফখরুলের মতো অভিজ্ঞ রাজনীতিবিদ বলতে পারেন বলে মনে হয় না।”

ফখরুল স্পষ্ট করে জানান, বিএনপি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দল। “আমাদের রাজনীতি জামায়াতের মতো নয়। মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় আমরা স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি।”