যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেটের মাটিতে ফিরে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

সিলেটে পৌঁছার পর তারেক রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে লিখেছেন, “অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে।” এ পোস্টে তিনি দীর্ঘ নির্বাসনের পর দেশে ফিরে আসার আনন্দ প্রকাশ করেছেন।

তিনি এবং তার সঙ্গে থাকা স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে বহন করেছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইট। ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। প্রায় ১৭ বছর পর দেশে ফেরার এই যাত্রা রাজনৈতিক ও সামাজিকভাবে ব্যাপক গুরুত্ব বহন করছে।

একই সময়, রাজধানীর কুড়িল–বিশ্বরোডের ৩০০ ফিট সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী সমবেত হয়ে আনন্দ উল্লাস করছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দলীয় সমর্থকরা সিলেটের বিমানবন্দর থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ঘিরে বসেছেন, যাতে দীর্ঘ সময় ধরে দলটির নেতা-কর্মীরা তারেক রহমানের প্রত্যাবর্তন উদযাপন করতে পারেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ১৭ বছর পর দেশে ফেরার এই মুহূর্তটি বিএনপির জন্য নতুন রাজনৈতিক উত্তেজনা ও কর্মসূচি শুরু করার দিকনির্দেশনা হিসেবে কাজ করতে পারে। দেশব্যাপী দলীয় নেতারা ইতিমধ্যে স্থানীয় সমর্থকদের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন গণসংবর্ধনা ও স্বাগত কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে, বিমানবন্দর ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন রয়েছে, যাতে জনসমাগম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোনো বিশৃঙ্খলা বা নিরাপত্তাজনিত সমস্যা না ঘটে।