বাংলাদেশে দীর্ঘদিন ধরে প্রচলিত সংখ্যাগরিষ্ঠ ভোটভিত্তিক নির্বাচন ব্যবস্থা জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করছে না— এমন অভিযোগ তুলে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি এই দাবি উপেক্ষা করে, তবে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথেই এর সমাধান করা হবে।
মঙ্গলবার চট্টগ্রাম ওয়াসা মোড়ে চট্টগ্রাম মহানগর জামায়াতের আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই বৈষম্যমূলক নির্বাচন পদ্ধতি জনগণ আর মেনে নেবে না। এখন সময় এসেছে পিআর ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করার।”
আজাদ বলেন, পিআর পদ্ধতিতে প্রতিটি রাজনৈতিক দল তাদের মোট ভোটের আনুপাতিক হারে সংসদে আসন পাবে— এতে কোনো ভোট নষ্ট হবে না, ছোট দলগুলোও প্রতিনিধিত্ব পাবে। এতে জাতীয় ঐক্য ও রাজনৈতিক স্থিতিশীলতা আসবে।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, জনগণের রায় জানতে গণভোট আয়োজন করা হোক। অতীতে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং এরশাদ গণভোটের নজির রেখেছেন সুতরাং বর্তমান সরকারও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এটি করতে পারে।