আগামী নির্বাচন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের আদলে দেশ পরিচালনার দাবি জানিয়েছে বিএনপি। দলটির মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আস্থার সংকট ক্রমেই গভীর হচ্ছে, যা নিরপেক্ষ নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
সোমবার (২৭ অক্টোবর) রাতে রাজধানীর বনানীর হোটেল সেরিনায় সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ দাবি জানান।
তিনি বলেন, “আমরা সরাসরি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছি না, বলছি তত্ত্বাবধায়ক সরকারের আদলে দেশ পরিচালনার কথা। কারণ বিশ্বাস ও আস্থার সংকট তৈরি হয়েছে— যা শুধু বিএনপি নয়, বিভিন্ন দল ও এমনকি সরকারের ভেতর থেকেও বলা হচ্ছে।”
আমীর খসরু আরও বলেন, “যেখানে আস্থা থাকবে না, সেখানে নির্বাচনের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হবেই। তাই কেয়ারটেকার মডেলে নির্বাচনের আগ পর্যন্ত সরকার পরিচালনা করতে হবে, যেন একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়।”
বৈঠকে বিএনপি নেতারা কমনওয়েলথ প্রতিনিধিদের সামনে দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের পরিবেশ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
কমনওয়েলথের প্রতিনিধি দলটি ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা ও প্রি-ইলেকশন অ্যাসেসমেন্টের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে বৈঠকে অংশ নেয়। বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. জিয়াউদ্দিন হায়দারসহ অন্যরা।
কমনওয়েলথের পক্ষ থেকে জানানো হয়, তারা বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠানোর পরিকল্পনা করছে, যাতে ভোটের পরিবেশ ও প্রক্রিয়া আন্তর্জাতিকভাবে মূল্যায়ন করা যায়।
ইএফ/