ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম অঞ্চলের ১০টি আসনের জন্য বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী মনোনীত হয়েছেন চট্টগ্রাম-১০ (খুলশী–পাহাড়তলী) আসনে।

সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে ১০টির প্রার্থী ঘোষণা করা হয়েছে, বাকি ৬টি আসনের নাম পরে প্রকাশিত হবে।

ঘোষিত তালিকা অনুযায়ী: চট্টগ্রাম-১ (মীরসরাই): নুরুল আমিন চেয়ারম্যান, সাবেক যুগ্ম আহ্বায়ক।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): সরওয়ার আলমগীর, সাবেক যুগ্ম আহ্বায়ক।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড): কাজী সালাউদ্দিন।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী): ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় সহ–সাংগঠনিক সম্পাদক।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া): হুম্মাম কাদের চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে।
চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী): এরশাদ উল্লাহ, মহানগর বিএনপির আহ্বায়ক।
চট্টগ্রাম-১২ (পটিয়া): এনামুল হক এনাম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী): সরওয়ার জামাল নিজাম, সাবেক সংসদ সদস্য।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী–বাকলিয়া) আসনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা), চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক), চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের প্রার্থী নাম পরে ঘোষণা করা হবে।

মির্জা ফখরুল আশা প্রকাশ করেছেন, এই প্রার্থী তালিকা দলকে নির্বাচনের মাঠে শক্তিশালী অবস্থানে দাঁড় করাবে। আগামী নির্বাচনে চট্টগ্রাম অঞ্চলে দলগত প্রস্তুতি এবং নির্বাচনী কৌশল নিয়ে আরও বিস্তারিত ঘোষণা করা হবে।