জুলাই সনদ স্বাক্ষরের দিন সংসদ ভবন এলাকায় যে সংঘর্ষের ঘটনা ঘটে, তা নিয়ে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, “আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীই জুলাইযোদ্ধাদের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।”

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাইযোদ্ধা নামে একটি সংগঠন আমাদের সঙ্গে কথা বলেছিল, তাদের কিছু যৌক্তিক দাবি ছিল যা ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ ইতিমধ্যে সমাধান করেছেন। এরপর তাদের অসন্তোষ থাকার কথা নয়। যারা বিশৃঙ্খলা করেছে, তারা ছাত্র নামধারী উশৃঙ্খল লোক, আওয়ামী সরকারের ফ্যাসিস্ট বাহিনী।”

তিনি আরও বলেন, “জুলাই সনদে এনসিপি বা বাম জোটের স্বাক্ষর না করায় রাজনৈতিক প্রভাব পড়বে না। সনদটি ভবিষ্যতে উন্মুক্ত থাকবে, চাইলে তারাও এতে যোগ দিতে পারবেন।”

বিএনপির এই নেতা বলেন, “গণতান্ত্রিক সংস্কৃতি চর্চার যাত্রা শুরু হয়েছে জুলাই সনদের মাধ্যমে। এর পূর্ণাঙ্গ বাস্তবায়নই বাংলাদেশের রাষ্ট্র কাঠামোয় গণতান্ত্রিক রূপান্তর আনবে।”

সালাহউদ্দিন আহমদ দাবি করেন, জিয়াউর রহমানের সমাধি বাংলাদেশের স্বাধীনতার প্রতীক এবং বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি। তার মতে, “বর্তমান সরকারের ফ্যাসিস্ট আচরণের বিরুদ্ধে জনগণের ঐক্যই আগামী দিনে নতুন অধ্যায় রচনা করবে।”