রাজনীতির অঙ্গনে নতুন সংযোজন ‘জাতীয় ছাত্রশক্তি’। একসময় ‘গণতান্ত্রিক ছাত্রসংসদ’ নামে পরিচিত এই সংগঠনটি এখন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, তরুণ প্রজন্মকে রাজনীতির ইতিবাচক ধারায় যুক্ত করতেই নতুন নাম ও কাঠামোয় সংগঠনটির পুনর্গঠন করা হয়েছে।

নাহিদ ইসলাম জানান, “জাতীয় ছাত্রশক্তি হবে গণতান্ত্রিক চেতনা, শিক্ষার স্বাধীনতা ও সামাজিক ন্যায়বিচারের আদর্শে গড়া একটি তরুণ সংগঠন। আমরা চাই শিক্ষাঙ্গনকে অরাজনীতি ও সহিংসতা থেকে মুক্ত করে ছাত্রদের জন্য গঠনমূলক রাজনীতি প্রতিষ্ঠা করতে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটিতে শিগগিরই নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে। প্রাথমিকভাবে সংগঠনটির লক্ষ্য হিসেবে ছাত্রস্বার্থ রক্ষা, সেশনজট নিরসন, মাদকবিরোধী প্রচার ও শিক্ষার্থীদের নেতৃত্বগুণ বিকাশকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সংগঠনের সাবেক সভাপতি (গণতান্ত্রিক ছাত্রসংসদ) রাশেদুল করিম বলেন, “একই আদর্শ নিয়ে আমরা নতুন পরিচয়ে পথ চলছি। পরিবর্তিত সময় ও প্রজন্মের দাবি অনুযায়ী ‘জাতীয় ছাত্রশক্তি’ শিক্ষাঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে।”

উল্লেখ্য, গণতান্ত্রিক ছাত্রসংসদ দীর্ঘদিন ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্রদের সামাজিক–রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিল। নতুন নামের মাধ্যমে সংগঠনটি এখন আরও বিস্তৃত জাতীয় কাঠামোয় যুক্ত হলো।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি এনসিপির তরুণ ভোটার–ভিত্তি শক্তিশালী করার কৌশলের অংশ হিসেবেই দেখা যাচ্ছে।

ইএফ/