আসন্ন ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করেছে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সার্বিক নির্বাচনী কার্যক্রম পরিচালনা ও তদারকির জন্য একটি ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে এনসিপি'র আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়।

নবগঠিত এই কমিটিতে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-কে কমিটির প্রধান (চেয়ারম্যান) এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা-কে কমিটির সেক্রেটারি (সচিব) করা হয়েছে। তরুণ ও সুপরিচিত এই দুই নেতার হাতেই দলের নির্বাচনী পরিচালনার মূল দায়িত্ব দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি দলের প্রধান নির্বাচনী কার্যক্রম তদারকির দায়িত্বে থাকবে। তাদের মূল দায়িত্বগুলোর মধ্যে রয়েছে: সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা প্রণয়ন। যোগ্য প্রার্থী বাছাই। মাঠ পর্যায়ে সমন্বয় সাধন। আইন ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা। মিডিয়া ও প্রচার কার্যক্রম তদারকি।

কমিটির অন্য সদস্যরা হলেন: আরিফুল ইসলাম আদীব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দীন মোহাম্মদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুন্না, অ্যাডভোকেট হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার এবং অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম।

জুলাই গণ-অভ্যুত্থানের পর রাজনীতিতে আসা তরুণ নেতৃত্বাধীন এনসিপি'র এই কমিটি গঠন আসন্ন নির্বাচনে তাদের আনুষ্ঠানিক অংশগ্রহণের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।

ইএফ/