জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার পর রাজধানীতে স্বতঃস্ফূর্ত আনন্দ প্রকাশ করেছে ‘মঞ্চ ২৪’ সংগঠন। রায় ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই সংগঠনের শতাধিক কর্মী ও সমর্থক হাইকোর্ট এলাকার মাজার গেট সংলগ্ন স্থানে বিকেল ৩টার দিকে একযোগে গণ সিজদাহ আদায় করেন।
এ সময় এলাকাজুড়ে একটি আবেগঘন পরিবেশ তৈরি হয়। উপস্থিত নেতাকর্মীরা জানান, জুলাই-আগস্টে সংঘটিত নৃশংস হত্যাযজ্ঞের বিচার দীর্ঘদিনের দাবি ছিল। এ রায় বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় করবে বলে তাদের আশা।
গণ সিজদাহ শেষে আয়োজিত মোনাজাতে বক্তৃতা করেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। তিনি বলেন, আল্লাহর রহমতে আমাদের মাতৃভূমি অবশেষে ন্যায়বিচারের পথে এগিয়ে গেছে। আমরা যারা আন্দোলনের দিনগুলোতে ঘর-পরিবার থেকে দূরে থেকেছি, যারা জীবন-মরণ ঝুঁকি নিয়ে রাস্তায় নামছিলাম এই রায় তাদের সংগ্রামের প্রতিদান।
তিনি আরও বলেন, জুলাই হত্যাযজ্ঞে যে আলেম, ছাত্র ও সাধারণ মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল, তাদের আত্মা আজ শান্তি পাবে। যারা এখনো অপরাধী থেকে গেছে হে আল্লাহ, তাদেরও উপযুক্ত শাস্তি নিশ্চিত করো। এই মাটিতে যেন আর কখনো এমন হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে।
মঞ্চ ২৪-এর নেতাকর্মীরা রায়ের প্রতি সন্তোষ জানালেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। নিরাপত্তা বাহিনী জানান, যদিও পরিস্থিতি শান্ত ছিল, তবুও যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক অবস্থানে রয়েছে।
এর আগে দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির আদেশ দেন। রায়ের পর দেশজুড়ে নানা স্থানে স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।