এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলছে সর্বোচ্চ পর্যায়ে, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

বুধবার রাতের সংবাদ ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, “ম্যাডাম আইসিইউতে আছেন এবং একজন সংকটাপন্ন রোগীর জন্য যেটি প্রয়োজন, সেই চিকিৎসা চলছে। কোনো গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন না।”

ডা. জাহিদ আরও জানান, দেশের মানুষ খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে উৎকণ্ঠিত এবং তাদের মধ্যে শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। তিনি বলেন, “সবার শেষে উনি একজন রোগী। তাঁর কিছু ব্যক্তিগত এবং এথিক্যাল অধিকার রয়েছে। তাই সবকিছু প্রকাশ করা সম্ভব নয়। তবে চিকিৎসা সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং তিনি সাড়া দিচ্ছেন।”

খালেদা জিয়া ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি চিকিৎসকরা নিবিড় তত্ত্বাবধানে আছেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ চিকিৎসকরাও ভার্চুয়ালি চিকিৎসা পরামর্শ দিচ্ছেন, পাশাপাশি চীন ও ব্রিটেনের বিশেষজ্ঞরাও ঢাকায় এসে দেখেছেন।

লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমানও ঢাকায় এসে চিকিৎসা তদারকি করছেন।

ডা. জাহিদ আশা প্রকাশ করেছেন যে, চিকিৎসা অব্যাহত থাকবে এবং সুচিকিৎসা নিশ্চিত হবে। পাশাপাশি তিনি জানান, প্রয়োজনে ভবিষ্যতে খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়া হতে পারে, তবে সে বিষয়ে এখনই ঘোষণা দেওয়া হচ্ছে না।

শেষে তিনি বলেন, “মহান আল্লাহর রহমত, মানুষের দোয়া এবং চিকিৎসা সংক্রান্ত সকলের প্রচেষ্টায় উনার চিকিৎসা চলছে। সবাই উনার সুস্থতার জন্য দোয়া করবেন।”