নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন ও জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে আজ শনিবার (২৫ অক্টোবর) ঢাকাসহ সব বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল।

যে দলগুলো কর্মসূচিতে অংশ নিচ্ছে তারা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

গত রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে নেতারা জানান, পাঁচ দফা দাবি বাস্তবায়নে সরকারকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে নভেম্বর পর্যন্ত। এর মধ্যে দাবি না মানলে তারা দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন।

আজকের বিক্ষোভের আগেই দলগুলো সাধারণ জনগণ ও সমর্থকদের প্রতি এক বিবৃতিতে আহ্বান জানিয়েছে “দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও ইসলামী মূল্যবোধ রক্ষায় সবাইকে রাজপথে নামতে হবে।”

দলগুলোর পাঁচ দফা মূল দাবি গুলো হলো

১️. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন।
২️. জাতীয় নির্বাচনে প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতি চালু।
৩️. সবার জন্য সমান রাজনৈতিক মাঠ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪️. সরকারের জুলুম-নির্যাতন, দুর্নীতি ও গণহত্যার বিচার দৃশ্যমান করা।
৫️. জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

এর আগে গত ২০ অক্টোবর রাজধানীতে একই দাবিতে বিক্ষোভ করেছে এই জোট। আজকের কর্মসূচির পর ২৭ অক্টোবর সব জেলা শহরেও বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধী ইসলামী দলগুলোর এই একত্র হওয়া আগামী নির্বাচনকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। তবে সরকার এখনো তাদের দাবির বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি।

ইএফ/