জুলাই সনদে এনসিপি এখনো স্বাক্ষর না করলেও পরবর্তীতে যোগ দেবে বলে আশা করেছেন সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, সরকার অধ্যাদেশের মাধ্যমে সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করুক।

শুক্রবার সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে নুর বলেন, “জাতির সামনে আমাদের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নে সবাই যেন প্রতিশ্রুতিবদ্ধ থাকে, সেই আশায় আমরা সনদে স্বাক্ষর করেছি।”

এনসিপি সম্পর্কে তিনি বলেন, “তারা আমাদের আন্দোলনের সহযোগী। শেষ দিকে তাদের মতামত কমিশন গ্রহণ করেছে, আশা করি তারা শিগগিরই সই করবে।”

নুরের ভাষায়, “এই সনদ রাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তি মজবুত করবে। সরকার যদি দ্রুত আইনগত কাঠামো তৈরি করে, তাহলে জনগণ এর সুফল পাবে।”