নির্বাচনকে ঘিরে যে কোনো ষড়যন্ত্র জনগণ ব্যর্থ করে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তার দাবি, সাম্প্রতিক জরিপে বিএনপির শক্ত অবস্থান স্পষ্ট হওয়ায় কিছু মহল বিভ্রান্তি ও অন্তর্ঘাতমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

মঙ্গলবার সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক দিনব্যাপী আলোচনায় তিনি বলেন, “জনগণ ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তাই কোনো অঘটনের চেষ্টাই সফল হবে না।” অনুষ্ঠানে বিকেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দেবেন।

নজরুল ইসলাম খান এক জরিপের তথ্য তুলে ধরে বলেন, নির্বাচনে বেশি আসন পেতে পারে কোন দল—এই প্রশ্নে ৬৬ শতাংশ মানুষ বিএনপির পক্ষে মত দিয়েছে, আর জামায়াতে ইসলামী পেয়েছে ২৬ শতাংশ। তার দাবি, এমন ফলাফল কিছু পক্ষকে অস্থির করে তুলেছে।

তিনি বলেন, “দেশের মানুষ কয়েক মাস আগেই ১৫ বছরের নিপীড়নকারী সরকারের পতন ঘটিয়েছে। এই জনগণকে কোনো ষড়যন্ত্রই পরাজিত করতে পারবে না।”

বিএনপির এ নেতা বলেন, দেশে অবকাঠামোগত উন্নয়ন হলেও মানুষের মৌলিক চাহিদা পূরণ হয়নি। কোটিপতি বৃদ্ধির হার বাড়লেও একই সময়ে দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে লাখো মানুষ—যা উন্নয়নের প্রকৃত চিত্রকে প্রশ্নবিদ্ধ করে।

তিনি বলেন, “একদিকে আকাশছোঁয়া দালান, অন্যদিকে ক্ষুধায় কাতর মানুষ—এটাকে উন্নয়ন বলা যায় না। এটি যেন আলোকসজ্জা করা গোরস্থানের মতো; বাইরে ঝলমলে, ভেতরে অন্ধকার।”

আগামী দিনে বিএনপির উন্নয়ন পরিকল্পনা কী হবে—তা নিয়েও ইঙ্গিত দেন তিনি। শুধু প্রতিশ্রুতি নয়, কীভাবে শিক্ষা, কর্মসংস্থান, নারীর অধিকার ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে—সেসব বাস্তবমুখী প্রস্তাব তুলে ধরা হবে বলে জানান তিনি।

কর্মসূচির আহ্বায়ক রুহুল কবির রিজভীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ ছাত্রদলের নেতাকর্মীরা।