জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ (রোববার, ৩০ নভেম্বর) জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। একইসঙ্গে মামলার প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে।
এদিকে, formal অভিযোগ গঠনের বিরুদ্ধে ইনুর রিভিউ আবেদনের ওপরও আজ আদেশ আসতে পারে। ইনু জুলাই গণঅভ্যুত্থানকে ‘সো-কলড’ (কথিত) বলে আখ্যায়িত করেছেন, যা প্রসিকিউশন রাষ্ট্রদ্রোহিতার শামিল হিসেবে দেখছে এবং তার আবেদন বাতিলের দাবি জানিয়েছে।
এর আগে, গত ২ নভেম্বর জাসদের এই সভাপতির বিরুদ্ধে আনা আটটি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। কুষ্টিয়া শহরে জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে শহীদ হওয়া শ্রমিক আশরাফুল ইসলাম, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিনসহ ছয়জন নিরীহ মানুষকে হত্যার পরিপ্রেক্ষিতে ইনুর বিরুদ্ধে এই মামলা হয়। তার বিরুদ্ধে ৩৯ পৃষ্ঠা সম্বলিত ফরমাল চার্জে ২০ জনকে সাক্ষী করা হয়েছে এবং তিনটি অডিও ও ছয়টি ভিডিও নথি হিসেবে জমা দেওয়া হয়েছে। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা ইনু বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।
ইএফ/