আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।
পেশায় ব্যবসায়ী ও পরামর্শক এই প্রার্থীর বার্ষিক আয় ৯ লাখ ৩৮ হাজার টাকা হলেও তার নিজের কিংবা স্ত্রীর নামে কোনো জমি, প্লট, বাড়ি বা গাড়ি নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নুরুল ইসলাম বুলবুল। তবে সে নির্বাচনে তিনি পরাজিত হন।
রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামায় নুরুল ইসলাম বুলবুল নিজের পেশা হিসেবে ‘ব্যবসা ও চাকরি’ উল্লেখ করেছেন। ২০২৫-২৬ অর্থবছরে হলফনামা জমা দেওয়ার দিন পর্যন্ত তিনি মোট আয় দেখিয়েছেন ৯ লাখ ৩৮ হাজার ৬৬৭ টাকা। এর মধ্যে ব্যবসা থেকে আয় ২ লাখ ৫৬ হাজার টাকা এবং পরামর্শক হিসেবে আয় ৬ লাখ ৮২ হাজার ৬৬৭ টাকা।
হলফনামার তথ্যমতে, তার কাছে নগদ অর্থ রয়েছে ৩০ লাখ ৫০ হাজার ৫৫০ টাকা। ব্যাংকের দুটি হিসাবে জমা আছে ১ লাখ ১ হাজার ৬০৯ টাকা। এ ছাড়া বন্ডে ২ লাখ ২০ হাজার টাকা এবং বিভিন্ন বিনিয়োগে ১২ লাখ ৫ হাজার ১১ টাকা রয়েছে। তার মালিকানায় রয়েছে ২০ ভরি স্বর্ণ, ১ লাখ টাকার ইলেকট্রনিক পণ্য ও দেড় লাখ টাকার আসবাবপত্র।
নুরুল ইসলাম বুলবুল তার স্ত্রীকে পেশায় শিক্ষিকা হিসেবে উল্লেখ করেছেন। হলফনামা অনুযায়ী, তার স্ত্রীর বার্ষিক আয় ৩ লাখ ৩৭ হাজার ২২৭ টাকা। স্ত্রীর কাছে নগদ রয়েছে ১৮ লাখ ৩০ হাজার ২৫০ টাকা এবং ব্যাংকে জমা আছে ৫ লাখ ২০ হাজার ২০১ টাকা। উপহার হিসেবে পাওয়া ১৪ ভরি স্বর্ণের কথাও উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া তাদের ছেলের একটি মোটরসাইকেল রয়েছে, যার মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা। মেয়ে জাইমা নূরের ব্যাংক হিসাবে জমা রয়েছে ১০ হাজার ১৩৭ টাকা।
হলফনামায় নুরুল ইসলাম বুলবুল উল্লেখ করেছেন, তার কিংবা তার স্ত্রীর নামে কোনো স্থাবর সম্পত্তি নেই।
রাজনৈতিক মামলার বিষয়ে হলফনামায় উল্লেখ করা হয়েছে, নুরুল ইসলাম বুলবুলের নামে বিভিন্ন সময়ে দায়ের হওয়া মোট ৪৩টি মামলা রয়েছে। এর মধ্যে ঢাকার যাত্রাবাড়ী থানার একটি মামলা (১৩/১০/২০২২) বর্তমানে বিচারাধীন। তার আইনজীবী অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ জানিয়েছেন, ওই মামলায় তিনি জামিনে রয়েছেন। বাকি মামলাগুলোর মধ্যে কয়েকটিতে তিনি খালাস পেয়েছেন, কিছু মামলা প্রত্যাহার করা হয়েছে এবং কয়েকটিতে পুলিশের তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন।
আয়কর রিটার্ন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে নুরুল ইসলাম বুলবুল ৯ লাখ ৪১ হাজার ৩২২ টাকা আয় এবং ৪৮ লাখ ৭৩ হাজার ৯০৪ টাকার সম্পদ দেখিয়েছেন। চলতি অর্থবছরে তিনি ৫৮ হাজার ৩০১ টাকা আয়কর পরিশোধ করেছেন। অন্যদিকে তার স্ত্রী একই অর্থবছরে ৩ লাখ ৩৭ হাজার ২২৭ টাকা আয় ও ১৭ লাখ ২৩ হাজার ৭২২ টাকার সম্পদ দেখিয়ে ১ হাজার ৩১৯ টাকা আয়কর জমা দিয়েছেন।
এমএসএস ডিগ্রিধারী নুরুল ইসলাম বুলবুলের স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আঙ্গারিয়াপাড়া গ্রামে। বর্তমানে তিনি ঢাকার পশ্চিম মেরুল বাড্ডা এলাকায় বসবাস করছেন।