নির্বাচনী এলাকার ভোটারদের উদ্দেশে যেকোনো ধরনের উসকানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে নিজের নির্বাচনী এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
একই আসনের অন্যান্য প্রার্থীদের ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, নির্বাচন কমিশনের বিধিমালা অমান্য করে কেউ কেউ উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। এসবের প্রতিবাদ করার সুযোগ থাকলেও বিএনপি কোনো ধরনের উসকানিতে পা দেবে না।
তিনি বলেন, “অনেকে উসকানিমূলক কথাবার্তা বলছেন। আমরা চাইলে প্রতিবাদ করতে পারি, কিন্তু আমরা কোনো উসকানিতে জড়াব না।”
বিএনপির নেতাকর্মীদের শৃঙ্খলার কথা উল্লেখ করে তিনি বলেন, দলের নেতাকর্মীরা অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ। সে কারণে যে কোনো পরিস্থিতিতেই সংযম বজায় রাখা হবে।
এ সময় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে মির্জা আব্বাস বলেন, নির্বাচন কমিশন যেন এসব উসকানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ডের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সব পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।