চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির উদ্যোগে আয়োজিত গণমিছিল ও পথসভায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগকে কেন্দ্র করে। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর দাবি করেন, শাহজাহান চৌধুরী প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে প্রচারের নির্দেশ দিয়েছেন যা নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করার স্পষ্ট প্রচেষ্টা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) নানুপুর বাজারে গণমিছিল শেষে সমাপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার আলমগীর বলেন, বাংলাদেশ নাকি তাদের কথায় চলবে এ ধরনের বক্তব্য রাজনৈতিক উসকানি ছাড়া আর কিছুই নয়। আমি অবিলম্বে শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
মিছিলটি নানুপুর লায়লা-কবির কলেজ মাঠ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজারের মুখে এসে শেষ হয়। এতে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সরওয়ার আলমগীর আরও বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। এই জোয়ারে ষড়যন্ত্রের সব পথ রুদ্ধ হবে। ঘরে ঘরে ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে এগুলোর ওপর ভিত্তি করেই ভবিষ্যতের বাংলাদেশ গড়ে উঠবে।
তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় এলে ফটিকছড়িতে একটি শিল্পজোন প্রতিষ্ঠা করা হবে, যা স্থানীয় মানুষের কর্মসংস্থানে বড় ভূমিকা রাখবে।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা শহিদ উদ্দীন মাস্টার এবং সঞ্চালনায় ছিলেন মিয়া মোশরাফুল আনোয়ার চৌধুরী মশু। মিছিলে আরও অংশ নেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া ও সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল।