বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জামায়াতে ইসলামী নেতাদের কিছু বক্তব্য তাদের কর্মীদের জন্য সাহসব্যাপী হলেও এমন মন্তব্য করা উচিত নয় যা তাদের ঈমানের উপর প্রশ্ন তুলতে পারে। তিনি বলেন, আল্লাহ কারো দম্ভ ও অহংকার পছন্দ করেন না এবং রাজনৈতিক বিবৃতি এমনভাবে হওয়া উচিত যাতে বিশ্বাস ও নৈতিকতার পরীক্ষার সুযোগ না আসে।
রোববার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজন করা আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান বলেন, “ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী বলেছেন, ঢাকায় আর কোনো আসন দেওয়া হবে না। আসুন বলেন, আসন দেয়ার মালিক কে? অবশ্যই আল্লাহ। নির্বাচন অনিশ্চিত প্রক্রিয়া, জনগণ যাকে সমর্থন করবে, তিনি নির্বাচিত হবেন। আমরা কখনোই বলিনি যে অন্য কাউকে কোনো আসন দেওয়া হবে না। এগুলো বলা দম্ভ ও অহংকারের উদাহরণ।”
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে ভুল বোঝাবুঝি চলছে। নজরুল বলেন, সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশে জন্মসূত্রে নাগরিক যিনি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন, তিনি তা পরিত্যাগ করলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। “নির্বাচন কমিশন আবেদন গ্রহণ করেছে, কোথাও বলা হয়নি যে আপনাকে সেই দেশে নাগরিকত্ব পরিত্যাগের প্রমাণ দিতে হবে।”
ব্যালটের ধানের শীষ প্রতীক নিয়ে তিনি বলেন, “প্রথমে বিভিন্ন প্রতীক বিতরণ করা হয়েছিল। পরে ধানের শীষ প্রতীক ব্যালটে আসে, যেখানে ভাঁজে লুকিয়ে পড়ে। এটি আমরা নির্বাচন কমিশনের কাছে আলোচনা করেছি। অফিসের পক্ষ থেকে এভাবে হয়েছে, আমাদের সরাসরি জানা হয়নি।”
নজরুল ইসলাম খান বলেন, দেশের উন্নয়ন ও দুর্যোগ মোকাবেলায় জনসাধারণের আস্থা অর্জন গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আগের প্রজন্ম জিয়া পরিবার, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে দেখে এগিয়েছে। এখন আমরা তারেক রহমানকে দেখি। মানুষ তাদের উপর ভরসা রাখছে। এবারও দেশের মানুষ সেই আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে।”