বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হাসনাত আব্দুল্লাহর স্ত্রী এক পুত্রসন্তানের জন্ম দেন। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আল আমিন সরকার।
হাসনাত ও তার স্ত্রী দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। ২০১৬–১৭ শিক্ষাবর্ষে ইংরেজি বিভাগে ভর্তি হয়ে তিনি সেখান থেকেই পড়াশোনা শেষ করেন।
গত জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন হাসনাত। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে তিনি বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখেন।
নবজাতকের আগমনে হাসনাত আব্দুল্লাহর পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের বন্যা বইছে।