সোমবার (১ ডিসেম্বর) আনুমানিক বিকাল ২টা ২০ মিনিটে অজুখানার পাশে বার্ধক্যজনিত কারণে হঠাৎ স্ট্রোক করে তিনি মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। এ নিয়ে জোড় ইজতেমায় আগত মুসল্লিদের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে। তাবলিগ জামাতের পুরানা সাথীদের ঢল নামায় টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান জনস্রোতে পরিণত হয়েছে। মুসল্লিদের ঢলে যেন জোড় নয়, বিশ্ব ইজতেমার আবহই সৃষ্টি হয়েছে মাঠজুড়ে।
জোড় ইজতেমার ৪র্থ দিনে সোমবার (১ ডিসেম্বর) আল্লাহর রাস্তায় দাওয়াত, তালিম ও আত্মশুদ্ধির উদ্দেশ্যে আয়োজিত এ ৫ দিনের জোড় ইজতেমা ঘিরে দেশজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ। ৬৪টি জেলা থেকে প্রায় দুই লাখ পুরাতন সাথী ও তাবলীগের সময় লাগানো ওলামায়ে কেরাম এরই মধ্যেই উপস্থিত হয়েছেন। এবারের জোড় ইজতেমায় ১৯টি দেশের মোট ৭০০ জন বিদেশি মেহমান বর্তমানে টঙ্গী ইজতেমা ময়দানে অবস্থান করছেন। উপস্থিত দেশসমূহের মধ্যে রয়েছে, পাকিস্তান, ভারত, কিরগিস্তান, কানাডা, থাইল্যান্ড, মিয়ানমার, ইয়েমেন, চীন, সৌদি আরব, তিউনিসিয়া, যুক্তরাজ্য, ইতালি, নাইজার, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, সিংগাপুর ও অস্ট্রেলিয়া। আগামী ২ ডিসেম্বর মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের ৫ দিনের জোড় ইজতেমা শেষ হবে।