রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ প্রাইভেট ক্যাবল সিস্টেম-বিপিসিএস কনসোর্টিয়ামের সঙ্গে নোকিয়ার চুক্তি সই হয়।
অনুষ্ঠানে বলা হয়, বর্তমানে ভারত থেকে ৬০ শতাংশেরও বেশি ব্যান্ডউইথ আমদানি করে বাংলাদেশ। সিঙ্গাপুর–কক্সবাজার রুটে নতুন ক্যাবল চালু হলে আমদানি নির্ভরতা যেমন কমবে, তেমনি কম খরচে ইন্টারনেট সেবা পাবেন গ্রাহকরা। আগামী বছরের শুরুতেই ক্যাবল স্থাপনে কাজ শুরুর কথাও জানান সংশ্লিষ্টরা।
চুক্তি সইয়ের সময় নোকিয়া ও বিপিসিএস'র কর্মকর্তারা ছাড়াও ইইউ'র রাষ্ট্রদূত, বিটিআরসি, আইএসপিএবি'র প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।