চলতি বছর বাংলাদেশ নারী ফুটবল দল ইতোমধ্যেই জুনে সিনিয়র এশিয়া কাপ এবং জুলাইয়ে প্রথমবারের মতো অ-২০ এশিয়া কাপ নিশ্চিত করেছে। এবার টার্গেটে এসেছে অ-১৭ দল। আগামীকাল জর্ডানের আকাবায় চাইনিজ তাইপেকে হারিয়ে তারা এএফসি অ-১৭ টুর্নামেন্টের মূল পর্বে খেলার সুযোগ পাবে।
বাংলাদেশ অ-১৭ নারী দলের প্রধান কোচ সাইফুল বারী টিটু জানান, “কোয়ালিফাই করতে আমাদের জয় ছাড়া বিকল্প নেই। চাইনিজ তাইপে খুবই শক্তিশালী দল। আমরা তাদের খেলা পর্যবেক্ষণ করেছি এবং জর্ডানের বিপক্ষে তাদের খেলার ধরন বুঝেছি। আমাদের লক্ষ্য থাকবে জর্ডান কিভাবে গোল খেয়েছে সেটা এড়িয়ে চলা।”
বাংলাদেশ প্রথম ম্যাচে স্বাগতিক জর্ডানের সঙ্গে ১-১ ড্র করে, যেখানে সুরভী আকন্দ প্রীতির গোলে শুরুর দিকে লিড নিয়েছিল। তবে ৮৯তম মিনিটে ডিফেন্সের ভুলে গোল হজম করে সমতা মেনে নিতে হয়। অন্যদিকে চাইনিজ তাইপে গত ম্যাচে জর্ডানকে ৬-১ গোলে পরাজিত করেছে। ফলে জর্ডান বাংলাদেশকে ড্র করলেই তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে। তাই বাংলাদেশকে অবশ্যই জয় অর্জন করতে হবে।
এই চাপের বিষয়ে কোচ টিটু বলেন, “অবশ্যই খানিকটা চাপ রয়েছে, কারণ এটি শেষ ম্যাচ এবং জয়ের বিকল্প নেই। তবে আমরা মানসিকভাবে ভালোভাবে প্রস্তুত।”
টিটু আরও বলেন, “গোল না খাওয়ার পাশাপাশি কিভাবে গোল করা যায় সেটাও আমাদের পরিকল্পনায় আছে। একটি গোলই পুরো ম্যাচের গতিপথ পরিবর্তন করতে পারে। তাই আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামতে হবে।”
আগামীকালের ম্যাচে জয় নিশ্চিত করাই বাংলাদেশের লক্ষ্য, যাতে করে অ-১৭ নারী দলও এশিয়া কাপের মূল পর্বে অংশ নিতে পারে।