জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে আজ। রাজশাহী অল আউট হয়েছে ২৯৮ রানে। জবাবে আশিকুর রহমান শিবলির সেঞ্চুরিতে চার উইকেটে ২৫২ রান নিয়ে দিন শেষ করেছে ঢাকা, তারা পিছিয়ে ৪৬ রানে।
এদিন ৯ উইকেটে ২৭৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে রাজশাহী। ওয়াসি সিদ্দিকি (১৬) এবং আব্দুর রহিমদের (১১*) শেষের চেষ্টায় তিনশ'র কাছে গিয়ে থামে রাজশাহী।
জবাবে ব্যাটিংয়ে নেমে ১২ রানে দুই উইকেট হারিয়ে ম্যাচে ফেরে ঢাকা। জয়রাজ শেখ শুন্য এবং রনি তালুকদার পাঁচ রানে ফিরে যান। তারপর ১৮৮ রানের জুটি গড়েন শিবলি এবং আনিসুল ইসলাম। ১৫১ বলে ৯৭ রান করে ফিরে যান আনিসুল। তারপর মার্শাল আইয়ুব ফিরে যান ২৪ বলে ১১ রান করে।
শিবলি সেঞ্চুরি করে (১১২*) অপরাজিত রয়েছেন। সঙ্গী হিসেবে রয়েছেন তাইবুর ১২ রানে। আগের দিন সেঞ্চুরি করে সানজামুল ইসলাম ৫২ রানে দুই উইকেট নেন । একটি করে উইকেট নেন আব্দুর রহিম এবং আলী ওয়ালিদ।
আরেক ম্যাচে সিলেটের হয়ে বল হাতে আলো ছড়িয়েছেন নাসুম আহমেদ এবং তানজিম হাসান সাকিব। নাসুম ও সাকিবের দুর্দান্ত বোলিংয়ে খুলনা ২৫৯ রানে অল আউট হয়। জবাবে দিন শেষে বিনা উইকেটে ২৮ রান করেছে সিলেট।