এশিয়া কাপের সুপার ফোরে কঠিন সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচের পরদিনই পাকিস্তানের মুখোমুখি হতে হবে টাইগারদের।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, “একদিন বিরতি ছাড়া পরপর দুটি ম্যাচ খেলা কোনো দলের জন্যই ন্যায্য নয়। বিষয়টি অত্যন্ত কঠিন।”
তিনি জানান, এখনই ফেভারিট ভাবা ঠিক হবে না। “আমাদের সামনে দুটো শক্তিশালী দল। ভালো খেললেই কেবল ফাইনালে যাওয়া সম্ভব।”
সিমন্স জোর দিয়ে বলেন, বাংলাদেশ শুধু একটি ম্যাচ জিততে নয়, বরং শিরোপার লক্ষ্য নিয়েই এশিয়া কাপে এসেছে।