চট্টগ্রাম টেস্টে ব্যাটিং ব্যর্থতা যেন বাংলাদেশের পুরনো সঙ্গী। ওয়ানডে, টেস্ট বা টি-টোয়েন্টি—ফরম্যাট বদলালেও গল্পের রেশ একই। সিরিজের প্রথম দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে হেরে গিয়েছে লিটন দাসের দল। ফলে আজ (শুক্রবার) সিরিজের শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। সিরিজ ইতোমধ্যেই হাতছাড়া হলেও, নিজেদের মান বাঁচানোর এই ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট।

গত ম্যাচে সুযোগ পেয়ে ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় বাদ পড়তে পারেন জাকের আলি অনিক। তার জায়গায় একাদশে ফিরতে পারেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। ব্যাটিংয়ে ছন্দহীন শামীম পাটোয়ারীর পরিবর্তে ফিরতে পারেন নুরুল হাসান সোহান।

বোলিং আক্রমণেও পরিবর্তন আসার ইঙ্গিত রয়েছে। বিশ্রাম পেতে পারেন তাসকিন আহমেদ, সুযোগ পেতে পারেন তরুণ পেসার শরিফুল ইসলাম।

আরেকটি সম্ভাব্য পরিবর্তন হতে পারে মিডল অর্ডারে। তাওহীদ হৃদয়কে বিশ্রাম দিয়ে পারভেজ হোসেন ইমনকে সুযোগ দেওয়া হতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ:
ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, শাই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে ও জেইডেন সিলস।