২০২৬ সালের বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার আগে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) বিরুদ্ধে ‘অবৈধ খেলোয়াড় খেলানোর’ অভিযোগ উঠেছে। আফ্রিকান প্লে-অফের ফাইনালে নাইজেরিয়াকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল বাছাইয়ে জায়গা করে নিয়েছে কঙ্গো।

নাইজেরিয়া ফুটবল ফেডারেশন (এনএফএফ) দাবি করেছে, ডিআর কঙ্গো খেলিয়েছে অ্যারন ওয়েন-বিসাকা ও অ্যাক্সেল তুয়ানজেবেকে, যাদের ইউরোপীয় এবং ফরাসি পাসপোর্ট থাকার কারণে দ্বৈত নাগরিক হিসেবে খেলায় অযোগ্য।

তবে কঙ্গোলিজ ফুটবল ফেডারেশন (ফেকোফা) অভিযোগ অস্বীকার করে বলেছে, “বিশ্বকাপ মর্যাদা ও আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে হবে, আইনগত কৌশল নয়।”

ফিফা এখন বিষয়টি তদন্ত করছে। প্রমাণিত হলে কঙ্গোর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে এবং এমনকি বিশ্বকাপে খেলার অনুমতি বাতিলও হতে পারে। অন্যদিকে, যদি অভিযোগ প্রমাণিত না হয়, তাহলে কঙ্গো খেলার সুযোগ বজায় রাখবে।